সাইকেলে সিকিম ভ্রমণ – ২য় পর্ব
আছি তিস্তা বাজার, গন্তব্য গ্যাংটক। মেঘাচ্ছন্ন সকাল, সাইকেলখানা নিয়ে বের হলাম। চারিদিক ঘোলা, রাস্তার সব গাড়িতে হেডলাইট জ্বালানো। আমিও আমার সাইকেলের হেডলাইট ও ব্যাকলাইট জ্বালিয়ে নিলাম। পাহাড়ের ঢালে উঁচু নিচু রাস্তা, পাশেই বয়ে চলা তিস্তা নদী, নদীর পাশ ধরে আকাবাকা রাস্তা। কি নিদারুন সৌন্দর্য আহা। রাস্তার ধারে কিছুদূর পর পর বড় বড় খাচায় পাহাড়ী কমলার …