ইমোশনাল ব্ল্যাকমেইল
ইমোশনাল ব্ল্যাকমেইল …. আমরা নিত্যজীবনে ক্রমাগত শিকার হই ব্ল্যাকমেইল এর। তখন অস্থির হয়ে উঠি। মুক্তির উপায় খুঁজি। সব ওলট পালট করে তার থেকে মুক্তি চাই। অথচ এগুলো মূলত ইমোশনাল ব্ল্যাকমেইল, আমরা নিজেরাই হয়তো বুঝেও ইগনোর করে যাই। যে করছে তার সাহস এবং ব্ল্যাকমেইল দুইই বাড়তে থাকে। কিন্তু একসময় এই সূক্ষ ব্ল্যাকমেইলের কম্পলিট গ্রিপে চলে আসার …