নর্থ ইস্ট বাংলাদেশ সাইক্লিং…০২
ভোর 5 টা, মোবাইলে এলার্ম বেজে উঠলো। আমরা আছি কিশোরগঞ্জ জেলার ইটনাতে, আজকের গন্তব্য সুনামগঞ্জ। ইটনা জায়গাটা একটা দ্বীপের মতন। ইটনা থেকে হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ ঘাটে আমাদের ট্রলারে যেতে হবে, তারপর রাস্তা শুরু। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কল করলাম মাঝিকে, রাতেই সব ঠিক করে দেন মেহেদী ভাই। কিছুক্ষণ পর ট্রলার চলে এলো আমাদের ক্যাম্প …