স্বপ্নবাজ মানুষ

আমরা স্বপ্নবাজ মানুষ।প্রতিনিয়ত হাজারো স্বপ্ন মনের অন্তরালে গেঁথে রাখি। প্রচেষ্টা করি স্বপ্ন পূরণের প্রত্যাশায়, সাধনা ও প্রার্থনা করি তা পাওয়ার জন্য। কিন্তু শত চেষ্টার পরও অনেক সময় ভাগ্যের নির্মম পরিহাসে সব ভেঙ্গে যায়। আর আমরা তখন পুরো দোষটাই ভাগ্যের উপর ছেড়ে দেই !!!কিন্তু ভাবনাটা যদি একটু ভিন্নভাবে ভাবার চেষ্টা করি তাহলে ??নিউটনের ৩য় সূত্রটির মতন যদি চিন্তা করি : প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আসলে এই পৃথিবীতে আমাদের সাথে যা ই ঘটে সবই আমাদের কর্মের ফল। আমরা কোন ভালো কাজ করলে তার ফল আমরা পাবো। আমরা কোন খারাপ কাজ করলে , সেই খারাপ কাজের জন্য একদিন না একদিন বিপদ আমাদের ঘারে এসে আঁচরে পরবে। তেমনি আমরা আমাদের স্বপ্নগুলো পূরণের জন্য ঠিক যেভাবে পরিশ্রম বা চেষ্টা করে যাবো, ঠিক ততটুকুই ফিডব্যাক পাবো। তাই খামোখা স্বপ্ন পূরণ হল না বলে মন খারাপ করার কিছুই নেই। পৃৃথিবীতে প্রতিটা জিনিসের আবিষ্কারের পেছনে রয়েছে শতশত চেষ্টা, শতশত ব্যর্থতার পর সফলতা। মানুষের দ্বারা প্রায় সব অসাধ্যকেই সাধন করা সম্ভব। অসম্ভব বলে খুব বেশি কিছু নেই। তাই যা কিছুই হোক আমাদের সাথে সহজে মেনে নিতে শিখুন আর এটা ভাবুন যে, এটা আমার প্রাপ্প ছিল। আগে যা আপনার ছিল না তা পাবার চেষ্টার পর মন খারাপ করার কিছুই নেই । আপনি আপনার সেই আগের জায়গায় ফিরে যান, দেখবেন আর মন খারাপ হবে না। সর্বদা হাসিখুশি থাকুন। মনকে সর্বদা প্রাণবন্ত রাখুন…

Share Your Social Media

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top