সৃষ্টির সেরা জীব

আমরা মানব জাতি, সৃষ্টির সেরা জীব। আবার আমরা মানব জাতিই সবচেয়ে নিকৃষ্ট কাজ করে থাকি।আসলে পুরা ব্যপারটাই আমাদের চারপাশেে পরিবেশের উপর এবং অভিবাবকদের থেকে শিক্ষার উপর। আমরা আমাদের চিন্তা ও জ্ঞানের ভান্ডারকে সঠিক ভাবে পরিচালিত করতে পারিনা। একটা বাচ্চা তার জন্মের পর তার পরিবারের থেকে সব কিছু আহোরণ করে। বাচনভঙ্গী, আচার ব্যবহার, শিক্ষা প্রায় সবকিছু। ধীরে ধীরে যখন সে বড় হতে থাকে, তখন সেই বাচ্চাটার চাহিদা ও প্রয়োজনীয়তা বাড়তে থাকতে। স্কুলে ভর্তি পড়া, স্কুল থেকে কলেজ তারপর ভার্সিটি। ঘর থেকে বের হয়ে যখন বাইরের আলো বাতাস খেতে থাকে, তখন তার চারপাশের পরিবেশ তাকে নিয়ন্ত্রন করা শুরু করে। তার আচার ব্যবহার, চলাফেরা সবকিছু। তখন কোনটা ভুল বা কোনটা সঠিক তার কোন তোয়াক্কা না করে মেতে উঠে বিনোদনে। ঠিক সেই মুহুর্তে তার অভিবাবক বা চারপাশের কেউ যদি সঠিক পথের রাস্তাটা সঠিক সময়ে দেখিয়ে না দেয়, তবে সেই বাচ্চাটি সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না। আমরা মানব জাতি, আমাদের যেটাতে নিষেধ করা আছে সেটার প্রতি আমাদের আগ্রহ ক্রমান্বয়ে বাড়তে থাকে। একটা পর্যায়ে আমরা আমাদের নিয়ন্ত্রন হারিয়ে ফেলি, তখন আর খুব বেশি কিছু করার থাকে না। জীবনযুদ্ধে ভালো খারাপ এই দুই বিষয় নিয়েই আমাদের পথ চলতে হয়। অনেক বাধা বিপত্তি উপেক্ষা করেই আগাতে হয়। সুতরাং, হতাশ হওয়ার কিছুই নেই। যা হবে সব কিছুই সহজে মেনে নিতে শিখতে হবে। পজিটিভ চিন্তা করার অভ্যাস করতে হবে। সবসময় হাসি খুশি থাকতে হবে। জীবন সহজ ও সুন্দর হয়ে উঠবে।

Share Your Social Media

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top