মানুষের জীবন খুবই ক্ষনস্থায়ী, আর এই ছোট্ট জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্য কত কিছুইনা করি। লেখাপড়া,সুন্দর একটা চাকরি, ব্যাবসা ইত্যাদি অনেক কিছু। এত কিছুর পেছনে ছুটাছুটি করে আমরা বেশির ভাগ সময়ে ভুলেই যাই আমাদের নিজেকে। কর্মব্যস্ততা যেন আমাদের শরীরের লোমের মতন আকটে থাকে সবসময়। আর ঠিক ঐ মুহুর্তেই নানান চিন্তা ঠুকে যায় আমাদের মাথায়। বুঝতে পারা যায়না যে, কি করে এই দুশ্চিন্তা ভুলে থাকা যায়। আমদের মনকে আমরা কখনই প্রশান্তির কথা ভাবিনা। আমাদের দেহের সকল কার্যক্রম পরিচালনা হয় আমাদের ব্রেন থেকে। কোন ভালো কাজ বা খারাপ কাজ, সবকিছুই নির্দিষ্ট করে দেয় আমাদের ব্রেন। আর এই ব্রেনকে প্রশান্তি রাখার অন্যতম এক কৌশল হচ্ছে ভ্রমণ। একজন মানুষ যখন প্রতিনিয়ত একটা কাজে গতিশীল থাকে, সে সময় তার মাথায় শুধু ঐ কাজটাই ভাবায়, আর সেই ভাবনা তাকে একটা জায়গায় স্থির করে রাখে।

প্রতিটা মানুষেরই তার কাজের পাশাপাশি কোন একটা সময় করে একটু ভিন্ন পরিবেশে বেড়িয়ে আসা উচিৎ। কোন সুন্দর যায়গা বা কোন সুন্দর পরিবেশ, আর ঠিক তখনই সেই ব্যক্তিটি তার বর্তমান স্থানের তফাৎ অনুধাবন করতে পারবে। মাঝে মাঝে ভ্রমণ করলে তার সকল মানসিক চাপ প্রায় অর্ধেক কমে যাবে। আর সে, তার সমনের কাজগুলো আরো সুন্দরভাবে করতে পারবে। কারন আমাদের ব্রেনটা আমাদের মূল সম্পদ। এই ব্রেনের কারনেই আমরা আমাদের জীবনটাকে বিভিন্নভাবে সাজাই। ভ্রমণ মানুষের মনকে করে প্রাণবন্ত, নতুন করে শরীরে শক্তি যোগায়, অনেক কিছু শেখার সুযোগ করে দেয়, আমাদের ভাবনা ও চিন্তাশক্তিকে ভিন্নভাবে উপস্থাপন করতে শেখায়। আমাদের উগ্র মেজাজকে নম্র করতে শেখায়, আমাদের রাগকে নিয়ন্ত্রন করতে সাহায্য করে, আর সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়, তা হলো সুন্দর ব্যবহার করতে শেখায়। কারন আমরা যেখানেই যাই না কেন সুন্দর ব্যবহার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ভ্রমনণ করতে গিয়ে এই সুন্দর ব্যবহার একটা পর্যায়ে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। আর এই সুন্দরতম অভ্যাস আমাদের জীবনকে আরো অনেক মধুময় করে তোলে…
বি:দ্র:
পরিবর্তনটা শুরু হোক আমাদের নিজেদের থেকে, আমাদের ঘর থেকে। আমাদের ঘরকে আমরা ঠিক যেভাবে গুছিয়ে রাখি – আমরা চাইলে আমাদের পাড়া, মহল্লা, দেশ তথা পুরো পৃথিবীকে গুছিয়ে রাখতে পারি। শুধু প্রয়োজন সচেতনতা। ময়লা আবর্জনা যেভানে সেখানে না ফেলে, নির্দিষ্ট স্থানে ফেলবো। অপচনশীল যেকোন আবর্জনা যেমন পলিব্যাগ/প্যাকেট, বিভিন্ন রকম প্লাস্টিক , প্লাস্টিক বোতল এবং ধাতব দ্রব্য ইত্যাদি নির্দিষ্ট স্থানে ফেলবো অথবা নিজেদের সাথে নিয়ে এসে উপযুক্তভাবে ধ্বংস করবো। এই পৃথিবীটা আমাদের অতএব, এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্বও আমাদের। ভ্রমনে গিয়ে পরিবেশের যেন কোন ক্ষতি না হয় সেই দিক খেয়াল রাখা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। নিজেরা নিজেদের জায়গা থেকে পরিবেশ রক্ষার কাজ করলে, প্রথিবী আরো সুন্দর ও সবুজে পরিপুর্ন হয়ে উঠবে।